মানিকগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে নির্মানাধীন ভবনের নিচে পুতে রাখার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানায় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান আলোচিত এ হত্যা মামলার বিষয়ে এসব তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে খুলনার কোতয়ালী থানার হাদিস পার্কের সামনে থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ বাবুল মিয়া সদর উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়নের বাসিন্দা এবং নিহত ৪৫ বছর বয়সী রোকসানা আক্তার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে বিদেশ ফেরত স্ত্রী রোকসানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী। এরপর নির্মানাধীন ভবনের একটি রুমের নিচে মরদেহ পুতে রেখে পালিয়ে যায় সে।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেদর জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওইদিন সকালেই নিহতের বাবা ফজল মিয়া বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘মামলার পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন অভিযুক্ত। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’
তিনি জানান, জীবিকার তাগিদে চাকুরির জন্য দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রোকসানা আক্তার এবং গত ৬ অক্টোবর প্রবাস সৌদি আরব থেকে দেশে আসেন রোকসানা আক্তার।