বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬৩ বছরের মাঠ রক্ষার দাবিতে মহাসড়কে এলাকাবাসী

  • প্রতিনিধি, সাভার   
  • ২০ অক্টোবর, ২০২৩ ১৩:০৩

সাভার উপজেলার ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। মাঠের দাবিতে আমার কাছে কেউ আসেনি। তবে এলাকাবাসী যদি আসে আমি বিষয়টি ক্ষতিয়ে দেখব।’

সাভারের আশুলিয়ায় ৬৩ বছরের একটি খেলার মাঠ রক্ষার দাবিতে মহাসড়কে দাড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ডের পাশে এ কর্মসূচি শুরু করেন তারা।

প্রজন্ম থেকে প্রজন্ম, শেখ হাসিনার উদ্যোগ, প্রতি ইউনিয়নে মাঠ হোক, মনোসামাজিক বিকাশে, খেলার মাঠ সবার আগে, খেলার জন্য মাঠ চাই, মাদকমুক্ত সমাজ চাই, মানি না মানবো না-এই মাঠ ছাড়বো না, প্রতিভা বিকাশে মাঠ চাই সহ নানা দাবি সম্বলিত লেখা ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসী।

এসময় স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৬০ সাল থেকে ২১৫ শতাংশের মাঠটি ব্যবহার শুরু করে এই অঞ্চলের সাধারণ মানুষ। সেই সময়ই মাঠকে কেন্দ্র করে দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘ নামের একটি সামাজিক সংগঠন ১৯৮৮ সালে সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। সেই মাঠটি এখন অধিগ্রহণ করেছে একটি সরকারি সংস্থা। এই মাঠটি রক্ষায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ না হওয়ায় শুক্রবার এই দাবিতে মানববন্ধন করছেন তারা।

মাঠটির রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘আমাদের শিমুলিয়া ইউনিয়নে আর কোনো মাঠ নেই। এই মাঠটি কয়েক লাখ লোকের জন্য। এই গ্রামে একটি উচ্চবিদ্যালয়, তিনটি মসজিদ ও দুইটি মাদ্রাসা অবস্থিত। আমাদের এই মাঠটি আর. এস রেকর্ডে খেলার মাঠ হিসেবে চিহ্নিত করা হয়।

‘আমাদের এলাকার সাধারণ মানুষ খেলাধুলা, জানাজা, ধর্মীয় কাজে ব্যবহার করা হয় এটি। তাই মাঠটি মাঠ হিসেবেই বহাল রাখার আবেদন জানাচ্ছি আমরা৷’

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। মাঠের দাবিতে আমার কাছে কেউ আসেনি। তবে এলাকাবাসী যদি আসে আমি বিষয়টি ক্ষতিয়ে দেখব।’

এ বিভাগের আরো খবর