মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ডিবি পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে পারভেজ ও নোভা নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার তাদেরকে মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এর আগে, বুধবার রাত আটটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বটতলা এলাকা থেকে এই ভুয়া দুই ডিবি অফিসারকে আটক করে।
আটকৃত ২২ বছর বয়সী পারভেজ মুন্সিগঞ্জ সদর উপজেলার পারুলপাড়া দেওভোগ গ্রামের বাসিন্দা ও সমবয়সী নোভা আক্তার একই উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ইছাপুরা ইউনিয়ন ফারুক মিয়ার সঙ্গে একই এলাকার খাদিজা বেগম বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। ৮ থেকে ১০ দিন পূর্বে খাদিজা বেগম বিরোধের বিষয়ে ফারুক মিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য মুন্সীগঞ্জ যায়। সে মুন্সীগঞ্জ আদালতের গেইটের সামনে থাকা অবস্থায় পারভেজ ও নোভা তার কাছে এসে আদালতে আসার কারণ জিজ্ঞাসা করেন। সে তাদের তার বিরোধের বিষয়ে বললে পারভেজ নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং তার থেকে ফারুক মিয়ার বিরুদ্ধে একটি দরখাস্ত ও এক হাজার টাকা নেন। পরে তারা তদন্ত করবে বলে আরও দুই হাজার টাকা নেন। এছাড়া তদন্তে এসে ফারুকের কাছ থেকেও অভিযোগ নিয়ে তার থেকে প্রথমে ৫০০ ও পরে দুই হাজার ৫০০ টাকা নেন তারা। ১৮ অক্টোবর পুনরায় খাদিজার বাসায় এসে ঝামেলা সমাধান করবে বলে আরও ৫০০ টাকা নেন সেই ভুয়া ডিবি পুলিশ। বিষয়টি স্থানীয় লোকেরা বুঝতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে।
সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, ‘আটকৃত দুইজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’