জাতীয় পার্টি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। তিনি বলেছেন, ‘আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এজন্য সব জেলাতে কাউন্সিল করে সংগঠন শক্তিশালী করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।
তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় প্রার্থী মনোনয়নে প্রতিটি আসনেই কাজ করা হচ্ছে। আগামী নির্বাচনে গাইবান্ধার সবক’টি আসনসহ আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবো ইনশাআল্লাহ।’
সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, ‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। অদক্ষতা, অপচয় আর লাগামহীন দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনও রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ের নির্বাচন সঠিক সময় হবে কি না তা নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা আছে। তাই জোটের বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।’
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।