বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজায় নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে শোক

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৯ অক্টোবর, ২০২৩ ১৪:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় আহত নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসার জন্য ওষুধ সামগ্রি পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই প্রস্তুতিও নিয়েছে।’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতদের স্মরণে আগামী শনিবার দেশব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শুক্রবার জুমার নামোজ শেষে মসজিদে মসজিদে দোয়া এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা করার জন্য আহবান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় আহত নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসার জন্য ওষুধ সামগ্রি পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই প্রস্তুতিও নিয়েছে।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আজ ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা গেছেন। তাদের জন্য কোনো একটা কথাও বিএনপিকে বলতে শুনিনি। তারা আন্দোলনে ব্যস্ত।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা দুই সপ্তাহ ধরে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭৮ জনে। নিহতদের মধ্যে এক হাজারের বেশিই শিশু। এ ছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ উপকূলীয় ফিলিস্তিনি এই ভূখণ্ডে আহত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে আহতের সংখ্যা ১৩ শতাধিক। এদিকে অবরুদ্ধ গাজায় খাবার পানিও শেষ হয়ে আসছে। সেখানে মানবিক সংকট পৌঁছেছে চরমে।

ইসরায়েল শুরু থেকেই সাধারণ মানুষের ওপর হামলা করছে। জাতিসংঘের নির্মাণ করা স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এমনকি জাতিসংঘের ত্রাণ সংস্থার গুদামেও বোমা ফেলেছে ইসরায়েল।

এ বিভাগের আরো খবর