রাজশাহীর মোহনপুরে সমাবেশে বক্তব্য দেয়ার সময় মঞ্চ ভেঙে নিচে পড়ে গেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। মঞ্চ ভেঙে পড়ার একটি ভিডিও ইতোমধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি আয়েন উদ্দিনের বক্তব্য চলাকালে মঞ্চটি ভেঙে পড়ে। মোহনপুর উপজেলা সদরের একটি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, সমাবেশের শেষ প্রান্তে বক্তব্য দিচ্ছিলেন আয়েন উদ্দিন। এ সময় নেতাকর্মীর চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় মঞ্চে থাকা অন্যদের সঙ্গে এমপি আইন উদ্দিনও পড়ে যান। তবে এমপিসহ নেতাকর্মীরা দ্রুত উঠে দাঁড়ান।
এ সময় মঞ্চের সামনে থাকা নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান ও হাততালি দিতে থাকেন। মঞ্চ ভেঙে পড়ায় সমাবেশও এখানেই শেষ করা হয়।
মঞ্চ ভেঙে পড়া প্রসঙ্গে সাংবাদিকদের এমপি আয়েন উদ্দিন বলেন, ‘প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারাও ছিলেন। এ কারণে মঞ্চটি ভেঙে পড়েছে। তবে কেউ আহত হয়নি। আমিও ব্যথা পাইনি।’