বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সকাল-সন্ধ্যার পরিবহন ধর্মঘটে ভোগান্তি দক্ষিণ চট্টগ্রামে

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:৪৬

গত ৯ অক্টোবর সকালে দুই ঘন্টা বাস চলাচল বন্ধ রেখে চট্টগ্রামে সমাবেশ করেছিল চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার- বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ওই সমাবেশ থেকেই ৭ দফা দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা ধর্মঘট ঘোষণা করেন সংগঠনের নেতারা।

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সবকটি জেলা-উপজেলায় চলছে পরিবহন ধর্মঘট। সড়কে শৃঙ্খলাসহ নানা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার- বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আকষ্মিক পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পরীক্ষার কারণে লোহাগাড়া থেকে একাই মাইক্রোবাস ভাড়া করে শহরে এসেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহিম অনিক।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আজ যে পরিবহন ধর্মঘট ছিল জানতাম না। বিকেলে শহরের ক্যাম্পাসে আমার পরীক্ষা আছে। তাই সকালে গ্রামের বাড়ি লোহাগড়া থেকে বের হয়ে দেখি বাস নেই, শত শত মানুষ দাঁড়িয়ে আছে৷ কয়েক ঘণ্টা দাড়িয়ে থেকে কোনো উপায় না পেয়ে সাড়ে তিন হাজার টাকা দিয়ে মাইক্রোবাস ভাড়া করে আসতে হয়েছে। অথচ বাসে এই ভাড়াটা ৯০ থেকে ১২০ টাকা।’

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখ নতুন ব্রিজ এলাকায় দেখা যায় শত শত নারী-পুরুষ বাসের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ হেঁটে রওনা করছেন গন্তব্যে।

গত ৯ অক্টোবর সকালে দুই ঘন্টা বাস চলাচল বন্ধ রেখে চট্টগ্রামে সমাবেশ করেছিল চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-কক্সবাজার- বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ওই সমাবেশ থেকেই ৭ দফা দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা ধর্মঘট ঘোষণা করেন সংগঠনের নেতারা।

এই ৭ দফা দাবির মধ্যে রয়েছে অমিনিবাসকে বেআইনিভাবে লোকাল গ্যারেজে করে স্লিপার কোচ নাম দিয়ে বিআরটিএ এর অনুমোদন ও পারমিট বিহীন দ্বিতল গাড়ী চলাচল নিষিদ্ধ করা; পারমিটবিহীন দূরপাল্লার এসি/ নন এসি বাস চলাচল নিয়ন্ত্রণ করা এবং দূরপাল্লার গাড়ি রুট পারমিটের শর্ত ভঙ্গ করে লোকাল রোডের যাত্রী পরিবহন বন্ধ করা; চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ বান্দরবান সড়ক ও আনোয়ারা বাঁশখালী উপসড়কে অবৈধ ইজি বাইক, টুকটুকি, ব্যাটারী রিক্সা, টমটম ও রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ ত্রি-হুইলার ও যাত্রী বহনকারী পিকআপ চলাচল বন্ধ করা; চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ বান্দরবান জেলার সড়ক ও আনোয়ারা বাঁশখালী উপসড়কের ২ (দুই) জেলার রোড পারমিটধারী বাস মিনিবাস রিকুইজিশন করে দেশের প্রত্যন্ত জেলা-উপজেলায় পাঠানোর নামে রিকুইজিশন বাণিজ্য বন্ধ করা এনং ঢাকার সাথে চট্টগ্রামের ট্রাফিক জরিমানার বৈষম্য দূর করা; সড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী হাটবাজার অন্যত্র সরিয়ে নেওয়া ; সড়ক দুর্ঘটনা প্রতিরোধের স্বার্থে খোলা ট্রাকে লবণ ও মাটি পরিবহণ নিষিদ্ধ করা এবং বহদ্দারহাট বাস টার্মিনাল পরিত্যক্ত করে দেয়ার ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার ও নিরাপত্তার ব্যবস্থা করা।

চট্টগ্রাম দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা বলন, ‘দক্ষিণ চট্টগ্রামের ২০ টা সড়কে আমাদের সহস্রাধিক যানবাহন চলে। আমরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছি। অর্থাৎ পরিবহন ধর্মঘট চলছে। যে ৭টি দাবির কথা বলা হয়েছে এর বাইরে কক্সবাজার বাস টার্মিনালের ময়লা আবর্জনাও দূর করতে হবে। সেখানে দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে থাকতে হয়।’

এ বিভাগের আরো খবর