বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভোটের’ মৌসুমে পূজা, সিলেটে বাড়তি সতর্কতা

  •    
  • ১৭ অক্টোবর, ২০২৩ ১৮:৩০

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যারা পূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। পূজার নিরাপত্তায় আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি।’

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

প্রতিবারই দুর্গাপূজায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। আর নির্বাচন এলেই বেড়ে যায় সাস্প্রদায়িক হামলা। তাই এবার ভোটের আগে অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গাপূজায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।

আইনশৃঙ্খলা বাহিনীও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সব পূজামণ্ডপে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

২০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজা। পূজার প্রধান উপাদান প্রতিমা তৈরির মাধ্যমে সিলেটের বিভিন্ন পাড়া মহল্লায় অবশ্য ইতোমধ্যেই শুরু হয়ে গেছে দেবীর আগমনী উৎসব।

প্রতিমার মূল কাঠামো তৈরি শুরু হয়েছে ভাদ্র মাসের শুরু থেকেই। মাটির প্রলেপের কাজও শেষ। এখন চলছে দেবীর সাজসজ্জার কাজ। দম ফেলার ফুরসৎ নেই প্রতিমা কারিগরদের। রাতদিন এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিলেটের প্রতিমা শিল্পীরা।

নগরীর দাড়িয়াপাড়া এলাকার প্রতিমা কারিগর দুলাল পাল বলেন, ‘পূজার আর বেশি দিন বাকি নেই, হাতে সময় অনেক কম। মাঝখানে বৃষ্টির কারণে প্রতিমা তৈরিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে গত কয়েকদিন আবহাওয়া ভালো থাকায় পুরাদমে চলছে নির্মাণ কাজ।’

সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবার সিলেট মহানগর ও জেলায় ৬১৭টি পূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে সার্বজনীন ৫৬৯টি ও পারিবারিক ৪৮টি পূজোর আয়োজন হবে।

মহানগরীতে ১৫১টি পূজার মধ্যে সার্বজনীন ১৩৪টি ও পারিবারিক ১৭টি। জেলায় ৪৬৬টি পূজার মধ্যে সার্বজনীন ৪৩৫টি ও পারিবারিক ৩১টি।

জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৬৬, বালাগঞ্জ উপজেলায় ৩২, কানাইঘাট উপজেলায় ৩১, জৈন্তাপুর উপজেলায় ২৩, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪০, বিশ্বনাথ উপজেলায় ২৫, গোয়াইনঘাট উপজেলায় ৩৯, জকিগঞ্জ উপজেলায় ৯৮, বিয়ানীবাজার উপজেলায় ৫০, কোম্পানীগঞ্জ উপজেলায় ২৮ ও ওসমানীনগর উপজেলার ৩৪টি পূজামপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, ‘পূজাকে নির্বিঘ্ন করতে আমরা একটি মনিটরিং কমিটি গঠন করেছি। সকল পূজা কমিটিকে ইতোমধ্যে করণীয় নির্দেশনা জানানো হয়েছে। যেহেতু কিছুদিন পর জাতীয় নির্বাচন হবে তাই এবার সকলকে আরও সচেতন থাকতে বলা হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক ব্যবস্থা রাখা হবে পূজা মণ্ডপে। আমরা সার্বিক বিষয়ে প্রস্তুত আছি।’

এদিকে, শারদীয় উৎসবে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট জেলা ও মহানগর পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যারা পূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। পূজার নিরাপত্তায় আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি।’

নগরীর গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বাসানো হবে জানিয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরীফ বলেন, ‘সবার সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা উ‌যাপনের প্রস্তুতি নিয়েছি আমরা।’

এ বিভাগের আরো খবর