বান্দরবানের রুমা স্টেশনের হাফেজঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম আফিম উদ্ধার করেছে র্যাব-১৫, যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২ লাখ টাকা।
এ সময় চিংহ্লামং মারমা নামে ৬০ বছর বয়সী এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
দেশে প্রচলিত তিন ধরনের মাদকদ্রব্য ফেনসিডিল, মরফিন ও হেরোইন তৈরির মূল উপাদান আফিম। আফিম সরাসরি মাদক হিসেবে ব্যবহার হলেও দেশে এর প্রচলন নেই।
কক্সবাজারে র্যাব-১৫ সদর দপ্তরে মঙ্গলবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, সোমবার বান্দরবানের বারমাইল এলাকা থেকে বাসে বান্দরবান শহরের দিকে আফিমের বড় চালান আসছে এমন খবরে র্যাবের আভিযানিক দল সদর ইউনিয়নের রুমা স্টেশন সংলগ্ন হাফেজঘোনা এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
তিনি আরও জানান, ওই সময় থানচি থেকে বান্দরবানগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পলিব্যাগ তল্লাশি করে ৩ কেজি ২০০ গ্রাম আফিমসহ চিংহ্লামং মারমাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, পার্বত্য অঞ্চলে দুর্গম পাহাড়ে আফিমের একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছে মাদক কারবারীরা। সিন্ডিকেটটির কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে এজেন্ট রয়েছে। তারা আফিমগুলো ছড়িয়ে দিতো ঢাকাসহ সারা দেশে। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরার প্রক্রিয়া চলছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।