বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কুমিল্লায় হামলাকারীরা গ্রেপ্তার না হলে জোরালো কর্মসূচি’

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ অক্টোবর, ২০২৩ ১৯:৩২

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, ‘শুক্রবারের হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার ঘটনাটি আমরা প্রথমে মিডিয়াতে দেখেছি। আমরা পুলিশ সুপারকে বলেছি- যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। এছাড়া দুর্গাপূজায় যেন বিশৃঙ্খলা না হয় সে জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা আয়োজন নিয়ে কুমিল্লা সদরের সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে বের হওয়া মিছিলে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ। অন্যথায় জোরালো প্রতিবাদ কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়েছে।

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের ছাত্র সংগঠন ছাত্রঐক্য পরিষদের মিছিলে শুক্রবারের ওই হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সুপারকে আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের শীর্ষ নেতারা হামলায় আহতদের দেখতে রোববার কুমিল্লায় আসেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, ছাত্র ঐক্যপরিষদের সভাপতি সুদীপ্ত সরকার সূর্য, সাধারণ সম্পাদক শিপন বারৈ প্রমুখ।

ঐক্যপরিষদের নেতারা বিকেলে প্রথমে পুলিশ সুপার কার্যালয়ে আসেন। সেখানে তারা ঘণ্টাখানেক সময় নিয়ে পুলিশ সুপার আবদুল মান্নানের সঙ্গে কথা বলেন।

রোববার কুমিল্লা সফরকালে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ নেতৃবৃন্দ। ছবি: নিউজবাংলা

আলোচনা শেষে নেতৃবৃন্দ সংবাদকর্মীদের জানান, মিছিলে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় জোরালো কর্মসূচি দেয়া হবে।

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, ‘শুক্রবারের হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার ঘটনাটি আমরা প্রথমে মিডিয়াতে দেখেছি। আমরা পুলিশ সুপারকে বলেছি- যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। এছাড়া দুর্গাপূজায় যেন বিশৃঙ্খলা না হয় সে জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে।’

কেন্দ্রীয় নেতারা পরে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালিবাড়ি মন্দিরে যান। সেদিন মিছিলে যারা আহত হয়েছেন তাদের সঙ্গেও তারা কথা বলেন।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক তাপস বকসী বলেন, ‘কেন্দ্রীয় নেতারা আহতদের দেখেছেন। তবে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তারা স্থানীয় কোনো নেতাকর্মীকে সঙ্গে নেননি। সময় স্বল্পতার কারণে হয়তো কিছুটা সমন্বয়ের অভাব ছিল।’

এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছি, দোষীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা আসন্ন দুর্গা পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারেন সেই ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার সম্প্রতি ‘মদমুক্ত পূজা উদযাপন করলে পূজা মণ্ডপ কমবে’ বলে মন্তব্য করেন। তার এমন বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এমপির এমন বক্তব্যের প্রতিবাদে শুক্রবার কুমিল্লা নগরীতে তারা প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় এমপি বাহার সমর্থিত যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলকারীদের ওপর হামলা চালায়। এই হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানান হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো খবর