নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫৯ জন জেলেকে কারাদণ্ড প্রদান করার পাশাপাশি ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিভাগীয় মৎস অফিসের তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৩১৯টি অভিযান চালানো হয়েছে এবং ১০৯টি মোবাইল কোর্ট করা হয়েছে। এসব অভিযানে ৬৯৮ কেজি ইলিশ ও ২ লাখ ৫৫ হাজার ৫শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৬১ হাজার টাকা।
এ ছাড়া মোট ৫৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করার পাশাপাশি ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ১ হাজার ৬০০ টাকা।
এদিকে গেল তিনদিনে বরিশাল বিভাগে ৪৯ বার বিভিন্ন মৎস অবতরণ কেন্দ্র, ৫৯১ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ১ বার বিভিন্ন আড়ৎ ও ৬৩৫ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।
জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।