বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ অক্টোবর, ২০২৩ ১১:৪৫

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রাজধানীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

দারুস সালামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো ৩৫ বছর বয়সী মো. শাহ আলমের গ্রামের বাড়ি ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোরগাকান্দায়। তিনি লালকুটি দ্বিতীয় কলোনির নুর ইসলামের ভাড়া বাসায় থাকতেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

শাহ আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার খালাতো বোন মামনি ভূঁইয়া ওরফে মনি বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের জেরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে শাহ আলম হেঁটে যাওয়ার সময় সাবেক স্বেচ্ছাসেবক লীগ ১০ নম্বর ওয়ার্ডের নেতা নাবিল খানের উপস্থিতিতে ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্র চাপাতি ও ছোরা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।

‘পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানকার চিকিৎসক তাকে ঢামেকে রেফার করেন। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

মামনি ভূঁইয়া জানান, নাবিল খান স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ দারুস সালাম থানার সাবেক সভাপতি ছিলেন।

তিনি আরও জানান, শাহ আলমের এবার ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে কমিটিতে যোগদানের কথা ছিল।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর