চট্টগ্রামের শাহ আমানত সেতুতে বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১১ জন।
কর্ণফুলী উপজেলার মইজ্জার টেক এলাকা হয়ে বাসটি শাহ আমানত সেতু পার হওয়ার সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৯ বছর বয়সী খালিদ সাইফুল্লাহ গন্ডামারার মসজিদের ইমাম ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার গন্ডামারা ইউনিয়নের হাদির পাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি সেতু পার হওয়ার সময় মাঝপথে গেলে যানটির একটি চাকা বিস্ফোরণ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলে ইমামের মৃত্যু হয়।
আহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন মির হোসেইন রবিন, মিজান, কবির আহমদ, রাশেদুল ইসলাম, বশির আহমেদ, নাসির আহমেদ, সাহেবা, জয়নাব বেগম, মো. অভি, আরজু ও লাকি আক্তার।
বাকলিয়া থানার এসআই মো. ইমরান বলেন, ‘শাহ আমানত সেতুতে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’