ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাজতের রড ভেঙে হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সরাইল থানায়।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মোবাইল চুরি করার সময় স্থানীয় লোকজন আসামি হৃদয়কে হাতেনাতে ধরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে সরাইল থানার হাজতে রাখা হয়।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় মামলার এজাহার লেখার সময় আসামি হৃদয় হাজতের টয়লেটের দিকে দরজার গ্রিল ভেঙে, রড বাঁকা করে পালিয়ে যান। পরে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ ও কনস্টেবল রোকসানা আক্তারকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।
ওসি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। সরাইল থানার ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।