বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের দুই বিভাগে সামান্য বৃষ্টি ঝরতে পারে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ অক্টোবর, ২০২৩ ১২:৫৪

পূর্বাভাসে সিনপটিক অবস্থান নিয়ে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিদায় নিয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় ও উত্তর বঙ্গপোসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

দেশের দুই বিভাগে সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটি শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে।

পূর্বাভাসে বৃষ্টিপাত নিয়ে বলা হয়, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থান নিয়ে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিদায় নিয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় ও উত্তর বঙ্গপোসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জানানো হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ বিভাগের আরো খবর