‘নেশা ছেড়ে খেলা ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কালিয়াকৈর উপজেলা ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে ২-০ গোলে হেরে যায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তবে এ আইনজীবীর খেলা দেখতে উপজেলার মৌচাকের স্কাউটস ট্রেনিং সেন্টার মাঠে নামে মানুষের ঢল।
শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটে খেলা শুরু হয়, তবে খেলা দেখতে দুপুর থেকেই মাঠে দর্শকের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা নানা শ্রেণি-পেশার মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মৌচাকে স্কাউটস ট্রেনিং সেন্টার মাঠটি।
খেলায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম মোজাম্মেল হক।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আমি যে শক্তি নিয়ে কালিয়াকৈরকে হারাতে এসেছি, কিন্তু মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা হারানোর সেই শক্তি ভুলে গিয়েছি। এখানে আমাদের জেতার কিছু নেই। আমি হেরেও কোনো আক্ষেপ নেই, তবে আমি খেলার জন্য এখানে আবার আসব।’
ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, ‘দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। বিশেষ করে গাজীপুরে বেশি উন্নয়ন হয়েছে।
‘আগে ঢাকা থেকে গাজীপুর আসতে যে সময় লাগত, এখন তার থেকে খুব অল্প সময় লেগেছে। এসবই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফল।’