নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করতে থাকা বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখন চিরনিদ্রায়। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত করে তিনি বলেছেন, ফাইনাল খেলা হবে জানুয়ারিতে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন আর শান্তির সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল তত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। অন্তরে জ্বালা।
‘পদ্মা সেতু হয়ে গেল মেট্রোরেল হয়ে গেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেল। একদিনে একশ সেতুর উদ্বোধন। জ্বালারে জ্বালা অন্তরে জ্বালা। তত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। এ ভূত আপনাদেরও খেয়ে ফেলবে। তত্ত্বাবধায় মরে ভূত হয়ে গেছে৷। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এ তত্ত্বাবধায় আর কোনদিন চোখ মেলবে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘এদের হাতে বাংলাদেশের মানুষ ক্ষমতা আর ফিরিয়ে দেবে না। আগামী জাতীয় নির্বাচন নজিরবিহীন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপি না আসলে আমও যাবে, ছালাও যাবে। নেতাকর্মীরা প্রস্তুত হোন জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলে সরকার অচল করবে, জনগণ বিএনপিকে অচল করে দেবে। আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দেব। লাঠি নিয়ে আসলে হাত ভেঙে দেব। ওরা মিথ্যা বলে, মিথ্যচার গুজব এটাই বিএনপির রাজনীতি।’
তিনি বলেন, ‘আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান। ওরা গণতন্ত্রের কী জানে। ওরা জানে মানুষ খুন, লুটপাট, ভোটচুরি।’
সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্থিতিশীল। এটা বিএনপির সহ্য হয় না৷ আগামী দিনে ওরা আবার জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাসের চেষ্টা করতে এলে নেতাকর্মীরা এর জাবাব দেবে।’
আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘আজকের এই জনস্রোত প্রমাণ করে আওয়ামী ঐক্যবদ্ধ আছে। বিএনপিতে প্রতিহত করতে আমরাও প্রস্তুত আছি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহিদ বাদলসহ স্থানীয় নেতারা।