বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজায় খাবার,পানি বন্ধ করা যুদ্ধাপরাধ: তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৩ অক্টোবর, ২০২৩ ১৯:৪৫

তথ্যমন্ত্রী বলেন, আমরা পৃথিবীর যে কোনো যুদ্ধের বিরুদ্ধে। সেটি ফিলিস্তিন হোক আর ইসরায়েল হোক। হামাসের হামলার পর ইসায়েল যেভাবে গাজার ১১ লাখ সাধারণ মানুষকে জিম্মি করেছে, সেখানে খাদ্য পানি জ্বালানি সব কিছু বন্ধ করে দিয়েছে, আমি মনে করি এটি যুদ্ধ অপরাধ এবং তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যেভাবে খাদ্য, পানি, জ্বালানি বন্ধ করে দিয়েছে, এটাকে যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা পৃথিবীর যে কোনো যুদ্ধের বিরুদ্ধে। সেটি ফিলিস্তিন হোক আর ইসরায়েল হোক। হামাসের হামলার পর ইসায়েল যেভাবে গাজার ১১ লাখ সাধারণ মানুষকে জিম্মি করেছে, সেখানে খাদ্য পানি জ্বালানি সব কিছু বন্ধ করে দিয়েছে, আমি মনে করি এটি যুদ্ধ অপরাধ এবং তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।

হাছান মাহমুদ বলেন, আমি আজকে টেলিভিশনে দেখে আশ্চর্য হলাম ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে অবস্থান- শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ। এমনকি সে দেশের জনগণের এ বিষয়ে কথা বলাও নিষিদ্ধ করেছে।

তিনি বলেন, যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা যেভাবে দমন করা হচ্ছে এরপরও তারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলার কোনো নৈতিক অধিকার রাখেন?

মন্ত্রী বলেন, যে কেউ যে কোনো বিষয়ে কথা বলা তার মত প্রকাশের স্বাধীনতা অথচ তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলা বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

অনুষ্ঠানে মন্ত্রী শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে এ রকম ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহিদ উল্যা বলেন, আমাদের এই সংগঠনকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃষ্ঠপোষকতা করেন। তিনি সহযোগিতা করেন বলেই আজ আমরা এ রকম সফল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। আগামীতে আমরা রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো।

উল্লেখ্য, রাজধানীর ৩২টি থানা নিয়ে নকআউট ভিত্তিক অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার নির্ধারিত সময় গোল শূন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে মোহাম্মাদপুর থানাকে হারিয়ে গেন্ডারিয়া থানা জয় লাভ করে। খেলা শেষে দর্শকদের জন্য ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ শিরোনামে গানের আয়োজন করা হয়।

এ বিভাগের আরো খবর