বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৩ অক্টোবর, ২০২৩ ১৮:০৫

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন বকসী বলেন, ‘ আমরা মিছিল নিয়ে কর ভবনের কাছ পর্যন্ত এলে পুলিশ আমাদের বলে আরেকটি মিছিল আসছে আমরা যেন ফিরে যাই। আমরা সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছিলাম। এ সময় তারা আমাদের ওপর পেছন থেকে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। তবে তিনজন বেশি আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

কুমিল্লায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে।

কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ থেকে রানীর বাজার সড়কে মিছিল করতে গিয়ে এই হামলায় পড়ে সংঘঠনটি।

আসন্ন দুর্গাপূজার ঠিক আগে আগে পূজা নিয়ে কটাক্ষ, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে এবং দুর্গাপূজার ছুটি তিনদিন করার দাবিতে সংগঠনটি এ বিক্ষোভ মিছিল করে।

হামলার সময় ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে স্কুল শিক্ষক আদিত্য দাস, সুনীল দাস ও তন্ময় দাস অন্যতম। তারা মহানগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন বকসী বলেন, ‘ আমরা মিছিল নিয়ে কর ভবনের কাছ পর্যন্ত এলে পুলিশ আমাদের বলে আরেকটি মিছিল আসছে আমরা যেন ফিরে যাই। আমরা সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছিলাম। এ সময় তারা আমাদের ওপর পেছন থেকে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। তবে তিনজন বেশি আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

কারা হামলা করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল সদরের এমপি বাহার সাহেব ঘোষণা করে দিয়েছেন যে, বিক্ষোভ মিছিল নামলে এটা প্রতিহত করবে ছাত্রলীগ ও যুবলীগ। এটা কে করেছে এবার বুঝে নেন। তাছাড়া ওই মিছিলে ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদসহ আওয়ামী লীগের নেতারা।’

এসব অভিযোগের বিষয়ে জানতে কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদকে মোবাইল ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন। পরে সাংবাদিক পরিচয় দিলে তিনি একটি প্রোগ্রামে আছেন এবং পরে কথা বলবেন বলে কলটি কেটে দেন।

এ ঘটনার পর আহতদের দেখতে যান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিবাদ সমাবেশে হামলায় আহতদের দেখতে দুপুরে তাদের বাসায় যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরো খবর