বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জলবায়ু রক্ষার বার্তা নিয়ে বাংলাদেশে ভারতের সাইক্লিস্টরা

  • প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া    
  • ১২ অক্টোবর, ২০২৩ ২৩:২১

ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া ত্রিপুরা আর্ট কলেজের সহকারি অধ্যাপক গোপেশ দেবনাথ বলেন, ‘সম্প্রতি জি টুয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ’ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ নিয়ে কথা হয়। এরই আলোকে আমাদের এ প্রচারণার চিন্তা। আমরা ভিন্ন দেশে বাস করলেও পৃথিবী কিন্তু আমাদের একটাই। এটার ভবিষ্যত রক্ষায় আমাদেরকেই কাজ করতে হবে।’

‘ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ শ্লোগানকে ধারণ করে জলবায়ু রক্ষার বার্তা নিয়ে ভারত থেকে ১৬ সদস্যের সাইক্লিস্ট দল ৫ দিনের বাংলাদেশ সফরে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছেছে।

ভারতের আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দলগুলো বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌঁছে।

এ সময় কুমিল্লার সাইক্লিস্ট দল, ব্রাহ্মণবাড়িয়া রানার্স ও আখাউড়া রানার্সের সদস্যরা স্থলবন্দরে তাদেরকে স্বাগত জানায়।

ভারত ও বাংলাদেশের সাইক্লিস্টরা মোট পাঁচ জেলায় জলবায়ু রক্ষাসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কাজ করবেন।

সকাল ১০টার দিকে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজে ওই দলটি তাদের প্রথম প্রচারণা শুরু করেন। সেখানে কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদ সারোয়ার ও ভারতের সাইক্লিষ্টদের পক্ষে দেবব্রত বক্তব্য রাখেন।

এরপর দলটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা হয়ে নবীনগর-বাঞ্ছারামপুর পথ ধরে নারায়ণগঞ্জ যায়। সেখান থেকে ঢাকা হয়ে কুমিল্লা ও চাঁদপুরে যাবেন তারা।

কুমিল্লায় একটি মাদকবিরোধী সমাবেশে তাদের অংশগ্রহনের কথা রয়েছে। কুমিল্লার বিবির বাজার বন্দর দিয়ে ১৬ অক্টোবর ভারতীয় দলটির তাদের দেশে ফেরার কথা রয়েছে। কুমিল্লার সাইক্লিস্টরাও ওই সময় পর্যন্ত তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবে।

আখাউড়া রানার্স এর ফেসবুক গ্রপের এডমিন মো. মাহমুদুর রহমান বলেন, ‘ভারতীয় সাইক্লিস্টদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি তাদের এ উদ্যোগ মানুষের মাঝে জলবায়ুসহ অন্য বিষয়েও সচেতনতা গড়ে তুলতে সহায়তা করবে।’

ব্রাহ্মণবাড়িয়া রানার্স এর এডমিন অলি আহাদ রতন বলেন, ‘ভারতীয় দলটির সঙ্গে আমার আগে থেকেই যোগাযোগ ছিল। তারা যেন শহীদ স্মৃতি কলেজ থেকে প্রচারণা শুরু করেন সেটা বলে রেখেছিলাম। আমারা তাদের এ উদ্যোগের সফলতলা কামনা করি।’

কুমিল্লা থেকে আসা সাইক্লিস্ট মাহমুদুল হাসান বলেন, ‘ভারতীয় এ দলটির সঙ্গে কুমিল্লার সাইক্লিস্টরাও প্রচারণায় অংশ নিবেন। আমরা জলবায়ু রক্ষাসহ নানা বিষয়ে সচেতনতামূলক কথা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। দুদেশের সাইক্লিষ্টদের মিলিয়েই আমাদের এ আয়োজন।’

ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া ত্রিপুরা আর্ট কলেজের সহকারি অধ্যাপক গোপেশ দেবনাথ বলেন, ‘সম্প্রতি জি টুয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ’ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ নিয়ে কথা হয়। এরই আলোকে আমাদের এ প্রচারণার চিন্তা। আমরা ভিন্ন দেশে বাস করলেও পৃথিবী কিন্তু আমাদের একটাই। এটার ভবিষ্যত রক্ষায় আমাদেরকেই কাজ করতে হবে।’

এ বিভাগের আরো খবর