কক্সবাজারে অবৈধ অস্ত্র ও গুলি থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
জেলার দক্ষিণ ডিককুলের নিজের দোকান থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়।
আটক আমিরুল ইসলাম কক্সবাজারের দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানায় বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আমিরুলের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটিকে বেশি বিরক্ত করলে একপর্যায়ে মেয়েটি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে সে অভিমান করে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দেয় । বিষয়টি পুলিশের নজরে আসলে পুলিশ পরিদর্শক কায়সার হামিদের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্তে নামে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার দোকান তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিরুল অবৈধ অস্ত্র ও গুলি থাকার বিষয়টি স্বীকার করে। তার দেয়া তথ্য অনুযায়ী দোকানের একটি ড্রয়ার থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্বার করা হয়। আটক আমিরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’