বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডুবন্ত বান্ধবীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেক বান্ধবীর

  • প্রতিনিধি, দিনাজপুর   
  • ১২ অক্টোবর, ২০২৩ ১৭:৪৫

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ে কীভাবে গেছে তা আমরা জানার চেষ্টা করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (হাবিপ্রবি) পুকুরে ডুবে যাওয়া বান্ধবীকে বাঁচাতে পুকুরে ঝাপ দেয়া প্রীতি নামের এক সরকারী কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুত্বর আহত অপর বান্ধবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হাবিপ্রবি সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে।

১৮ বছরের প্রীতি দিনাজপুর পৌরসভার বালুবাড়ী গাউসিয়া গ্যারেজ এলাকার সাদেক আলীর মেয়ে। আহত অপর শিক্ষার্থী হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মোস্তফার ২০ বছর বয়সী মেয়ে নিপা।

তারা উভয়েই দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থী। প্রীতি ম্যানেজমেন্ট প্রথম বর্ষের শিক্ষার্থী এবং নিপা ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, কোনো কারনে পুকুরের পানিতে ঝাপ দেয় নিপা। তাকে বাচানোর উদ্দেশে তার বান্ধবী প্রীতিও ঝাপিয়ে পড়ে পুকুরে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে দুইজনকে উদ্ধার করে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক প্রীতিকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থী নিপা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ে কীভাবে গেছে তা আমরা জানার চেষ্টা করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরে কয়েকজন ছাত্র তাদেরকে উদ্ধার করছে। তাৎক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। পরে তাদের মধ্যে একজন মারা যায়। তবে ঘটনার বিস্তারিত আমার জানা নেই।’

এ বিভাগের আরো খবর