বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানবতাবিরোধী অপরাধ: ওসমান ফারুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ শিগগিরই

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১২ অক্টোবর, ২০২৩ ১৪:৪০

চিফ প্রসিকিউটর (প্রশাসন) সৈয়দ হায়দার আলী বলেন, ‘তদন্ত সংস্থার দাখিল করা প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই হয়তো প্রতিবেদন দাখিল করা হবে।’

বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের বিরুদ্ধে শিগগিরই মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর এ অভিযোগ দেয়া হবে বলে বৃহস্পতিবার নিউজবাংলাকে জানান ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্ত সংস্থার প্রধান সানাউল হক নিউজবাংলাকে বলেন, ‘ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে গত ৩ অক্টোবর প্রসিকিউশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করেছি।’

কতগুলো অভিযোগের প্রতিবেদন সম্পন্ন করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগে তদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রতিবেদন করে প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। এখন প্রসিকিউশন বাকি কাজ করবে।’

এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর (প্রশাসন) সৈয়দ হায়দার আলী বলেন, ‘তদন্ত সংস্থার দাখিল করা প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই হয়তো প্রতিবেদন দাখিল করা হবে।’

কতটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু এখনও বিষয়টি সম্পূর্ণ প্রস্তুত হয়নি। তাই এই মুহূর্তে বলা যাবে না। সব শেষ করে বলতে পারব।’

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে গোপনে তদন্ত সম্পন্ন করে প্রসিকিউশন বরাবর প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ বিভাগের আরো খবর