বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় ঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

  • প্রতিনিধি, কুমিল্লা    
  • ১২ অক্টোবর, ২০২৩ ১৪:০৪

মুরাদনগর থানার ওসি আজিজুল বারি ইবনে জলিল জানান, নিহতের গালে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

কুমিল্লার মুরাদনগরে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাণ হারানো ৮১ বছর বয়সী আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, আমেনার ছয় ছেলে। এরমধ্যে দুইজন গ্রামে থাকেন। বড় ছেলে ইউসুফের ঘরে থাকতেন আমেনা। ছোট ছেলে আবদুল মতিনের ঘর পাশের বাড়িতে।

আমেনার বড় ছেলে আবু ইউসুফ বলেন, ‘বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান আমার মা। বৃহস্পতিবার সকালে ভাতিজা (আবদুল মতিনের ছেলে) সাগর সকালের খাবার খাওয়ার জন্য মাকে ডাক দিতে গিয়ে দেখে ঘরের তিনটি দরজা খোলা। সে ঘরে প্রবেশ করে দেখে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় আমার মা পড়ে আছেন।’

মুরাদনগর থানার ওসি আজিজুল বারি ইবনে জলিল জানান, নিহতের গালে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এ বিভাগের আরো খবর