লালমনিরহাটের কালীগঞ্জে সাপের ছোবলে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রাণ হারানো সুমি আক্তার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ৫ নম্বর দক্ষিণ দলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য সফিয়ার রহমান সাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুমির পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সে। পরে রাত সাড়ে ১১টার দিকে আগে থেকেই বিছানায় থাকা একটি বিষধর সাপ সুমির ডান হাতের আঙ্গুলে ছোবল মারে। তখন পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুঁক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় সুমির।
সুমির দাদা জয়নাল আবেদীন বলেন, ‘আমরা বুঝতে পারিনি যে সাপে ছোবল দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। এরপর পুরো শরীরে ব্যথা হচ্ছে বলে চিৎকার করে আর কাউকেই তার শরীরে হাত দিতে দেয়নি। এ কারণে গাড়িতে ওঠানো যায়নি সুমিকে, তাই হাসপাতালে নিতে দেরি হয়েছিল। বুধবার ভোরে খুব বেশি অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’