বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাগরে নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর মিলল আলোকচিত্রীর মরদেহ

  • প্রতিনিধি, কক্সবাজার    
  • ১১ অক্টোবর, ২০২৩ ১৩:০৫

সাগরের চাচা নাছির উদ্দিন বলেন, ‘উদ্ধারের পর মরদেহ আমরা বাসায় নিয়ে এসেছি। দুইজন পুলিশ ছিল, তাদেরকে অবগত করে আমরা মরদেহ নিয়ে চলে আসছি।’  

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে মোহাম্মদ সাগর নামের আলোকচিত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার শৈবাল পয়েন্টে বুধবার ভোর ৫টার দিকে সাগরের মরদেহ দেখতে পেয়ে সেটি উদ্ধার করেন পরিবারের লোকজন।

প্রাণ হারানো ১৮ বছর বয়সী মোহাম্মদ সাগর উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নুরুল আলমের ছেলে। তিনি সৈকতে আসা পর্যটকদের ছবি তুলতেন।

সাগরের চাচা মো. শাহিন আলম নিউজবাংলাকে জানান, পরিবারের লোকজন মিলে রাতভর সৈকতের বিভিন্ন পয়েন্টে সাগরের সন্ধান করেন। পরে বুধবার ভোর ৫টার দিকে জোয়ারের পর ভাটা নামলে তারা হাঁটু সমান পানিতে সাগরের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার পর সিগাল পয়েন্টে দুই বন্ধু গোসলে নেমে স্রোতের কবলে পড়েন। তাদের চিৎকারে পর্যটকসহ অনেকে এগিয়ে এসে একজনকে উদ্ধার করলেও মোহাম্মদ সাগর নিখোঁজ হন।

উদ্ধার হওয়া আলোকচিত্রী বলেন, ‘আমরা দুই বন্ধু সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে আস্তে আস্তে সিগাল পয়েন্টে চলে আসি। হঠাৎ একটি গর্তে পড়ে আমরা দুইজন ডুবে যাই। আমাকে ওয়াটার বাইকচালক উদ্ধার করতে পারলেও আমার বন্ধুকে পারেনি।’

সৈকতের কর্মী মাহবুবুর রহমান বলেন, ‘সাগরের মরদেহ উদ্ধারের পর তার পরিবার কাউকে কিছু না বলেই মরদেহ নিয়ে চলে যায়।’

সাগরের চাচা নাছির উদ্দিন বলেন, ‘উদ্ধারের পর মরদেহ আমরা বাসায় নিয়ে এসেছি। দুইজন পুলিশ ছিল। তাদের অবগত করে আমরা মরদেহ নিয়ে চলে আসছি।’

এ বিভাগের আরো খবর