গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজগর বলেন, ‘সকালে (বুধবার) লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। ওই সময় লরির নিচে চাপা পড়ে থাকা গুরুতর আহত অবস্থায় হেলপার মানিককে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কন্টেইনারবাহী লরি উল্টে একজন নিহত হয়েছেন।
গজারিয়ার ভাটেরচর এলাকায় বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ২৭ বছর বয়সী মোহাম্মদ মানিক লরিটিতে হেলপারের কাজ করতেন। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি।
গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজগর এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। ওই সময় লরির নিচে চাপা পড়ে থাকা গুরুতর আহত অবস্থায় হেলপার মানিককে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।’