ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ছয়জন পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ব্যক্তিরা হলেন ত্রিশালের রাগামারা এলাকার ৩৫ বছর বয়সী সোহেল মিয়া, দক্ষিণ তেতুলিয়া এলাকার ৩০ বছর বয়সী জেসমিন আক্তার, নওপাড়া এলাকার ২৮ বছর বয়সী সিরাজুল ইসলাম, ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার ২৮ বছর বয়সী কামরুজ্জামান লিটন এবং অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই পোশাককর্মী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের চেলেরঘাট এলাকায় চাকা পাংচার অবস্থায় একটি বাস দাঁড়িয়ে ছিল। ওই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে কয়েকজন পোশাককর্মী অন্য বাস দাঁড় করাতে সিগন্যাল দেন। পরে ত্রিশাল থেকে ভালুকাগামী একটি বাস দ্রুতগতিতে এসে ওই বাসের পাশে ধাক্কা দিয়ে চারজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
তিনি আরও জানান, গুরুতর আহত আরেকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত হন ১২ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।’