চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে র্যাব।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লার একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার।
আটক খান মোহাম্মদ মঈন উদ্দিনের বয়স ৪৫ বছর। ৩৫ বছর বয়সী নিহত মঞ্জুরুল ইসলাম একই উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রক্ষোত্তর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক।
র্যাব জানায়, মঞ্জুরুলের সঙ্গে বালু মহল নিয়ে মঈন উদ্দিনের বিরোধ ছিল। বিরোধের জেরে মঞ্জুরুলকে একাধিকবার মারধর ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এরই জের ধরে ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ‘শান্তিনিকেতন’ নামে নিজের মালিকানাধীন একটি বালু মহলে মঈন উদ্দিন দলবল নিয়ে মঞ্জুরুলের উপর হামলা চালায়। এসময় মঞ্জুরুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। সে সময় মঈনের সঙ্গে থাকা মো. সেকান্দর নামের একজনকেও মারধর করে তারা। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনকে এজহারনামীয় আসামি করে রঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। পরে মামলার প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিনের অবস্থান শনাক্ত করি। পরবর্তীতে রোববার সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের একটি আবাসিক হোটেলে অভিযান করে তাকে আটক করা হয়।’
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মঈন উদ্দিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।