দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার বিকেলে নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার বিপক্ষের অপশক্তিরা দেশের উন্নয়ন চায় না। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সামনে দুর্গাপূজা। এই পূজাকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে চাইবে। তাই কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করা হবে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এভাবে একসাথে কাজ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, ২৬ বিজিবি'র সহকারী পরিচালক তফসীর আহমেদ, সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি স্বপন কুমার, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ অন্যান্যরা।