কক্সবাজার সাগর সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সাগর নামের এক ফটোগ্রাফার নিখোঁজ হয়েছেন। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নুরুল আলমের ছেলে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সৈকতের সীগাল পয়েন্টে দুই বন্ধু গোসলে নামার পর এক পর্যায়ে প্রবল স্রোতের কবলে পড়েন। তাদের একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজন স্রোতের টানে সাগরে ভেসে যান।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহরীন আলম বলেন, দুপুরে দুই বন্ধু গোসলে নেমে স্রোতের কবলে পড়েন। তাদের চিৎকারে পর্যটকসহ অনেকে এগিয়ে গিয়ে একজনকে উদ্ধার করলেও অপরজন সাগরে ভেসে যান।
ভেসে যাওয়া মোহাম্মদ সাগরকে সন্ধ্যা পর্যন্তও খুঁজে পাওয়া যায়নি। গুপ্ত খালে পড়ে তিনি পানিতে ডুবে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারের জন্য বিচকর্মী, লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাগর একজন পেশাদার ফটোগ্রাফার।