ময়মনসিংহের ফুলপুরে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেল চারটার দিকে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রাত ১১টার দিকে ফুলপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ২৮ বছর বয়সী সিরাজ আলী ফুলপুর থানার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।
নিহত ৫৫ বছর বয়সী জুলেখা বেগম একই গ্রামের বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, জুলেখা বেগম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী আবদুল ওয়াহাব ও সিরাজ আলীর পরিবারের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
গত রোববার বিকেল সোয়া চারটার দিকে জুলেখার একটি পালিত ছাগল খুটি উপরিয়ে আবদুল ওয়াহাবের শিম গাছ খেয়ে ফেলে। এতে আবদুল ওয়াহাব ছাগলটিকে মারধর করলে জুলেখা এসে প্রতিবাদ করে।
পরে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ওয়াহাবের চিৎকারে সিরাজ আলীসহ আরও অনেকে লাঠি, লোহার রড ও রামদা নিয়ে ঘটনাস্থলে এসে জুলেখার পেঠে লাথি মেরে লোহার রড দিয়ে আঘাত করতে থাকে। এতে জুলেখা গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি বলেন, ‘ঘটনার পরদিন নিহতের ছেলে সুজন মিয়া থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’