মঙ্গলবার ভোর ৫টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার একটি টহল দল তারানগর ইউনিয়নের বেউতা গ্রামে অভিযান চালিয়ে ৭৮ ড্রাম চুলাই মদসহ তাদের আটক করে।
রাজধানীর কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা থেকে দেশীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার একটি টহল দল তারানগর ইউনিয়নের বেউতা গ্রামে অভিযান চালিয়ে ৭৮ ড্রাম চুলাই মদসহ তাদের আটক করে।
আটক দুজন হলেন জাকির ও তার এক সহযোগী।
এলাকাবাসী জানিয়েছে যে, দীর্ঘদিন যাবত জাকির এ পেশার সঙ্গে জড়িত। কিছুদিন আগে জামিনে এসে পুনরায় এ কাজে জড়িয়ে পড়ে। স্থান পরিবর্তন করলেও তার ব্যবসা পরিবর্তন করেনি এই মাদক কারবারি।