ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মামুন রহমান বলেন, ‘ট্রাকে ট্রেনের ধাক্কার পর পরই ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের উদ্ধার কর্মীরা এসে দুইঘণ্টা কাজ করার পর রাত সাড়ে ৯টার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার দুইঘণ্টা পর ঢাকা- ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মামুন রহমান সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ট্রাকে ট্রেনের ধাক্কার পর পরই ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের উদ্ধার কর্মীরা এসে দুইঘণ্টা কাজ করার পর রাত সাড়ে ৯টার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
এর আগে সন্ধ্যায় একটি ট্রাক নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর এসে বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী একটি ট্রেন আসতে দেখে ট্রাকচালক সরে পড়লেও অন্য এক ব্যক্তি নিহত হন।
এতে ১৩ বছরের এক শিশুসহ আহত হন পাঁচ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
দুইঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
এ বিভাগের আরো খবর/p>