বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীক্ষা দিতে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধি, ময়মনসিংহ   
  • ৯ অক্টোবর, ২০২৩ ১৭:১০

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলে জানান ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম।

ময়মনসিংহের ভালুকায় পরীক্ষা দিতে যাওয়ার পথে রিয়া আক্তার নামের নবম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার বাটাজোর দক্ষিণ পাড়া গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া আক্তার আব্দুর রশিদের মেয়ে। সে বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ দুপুরে রিয়া বাড়ী থেকে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাচ্ছিলো। বাড়ী থেকে কিছুদূর যেতেই পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলেও জানান জাহাঙ্গীর আলম।

এ বিভাগের আরো খবর