রাজধানীর কাকরাইলে পার্শেল ও কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান এস এ পরিবহনের প্রধান কার্যালয়ে ধরা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বাহিনীটির ১০টি ইউনিট সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায়। সোয়া ১০টায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এ ছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকরী দল।
এর আগে সোমবার সকালে রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের প্রধান কার্যালয়ে আগুন ধরার খবর জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, এস এ পরিবহনের কার্যালয়ের ভবনটি চার তলা। আগুনে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।