বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুন্সীগঞ্জে দুটি আলাদা ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগ

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ৯ অক্টোবর, ২০২৩ ১১:১৬

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, হত্যার পর নাদিম পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার মা আসমা বেগম ও বোন আঁখি বেগমকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জের দুই উপজেলায় দুটি আলাদা ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

মুন্সীগঞ্জের বাঘাইকান্দিতে স্ত্রীকে ধারালো ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠে স্বামী নাদিম হোসেনের বিরুদ্ধে।

উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে নাদিম পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও বোনকে আটক করেছে পুলিশ।

প্রাণ হারানো রোমানা আক্তার মুন্সীগঞ্জ সদরের বাঘাইকান্দি এলাকার নাদিম হোসেনের স্ত্রী।

রোমানা আক্তারের মা রানী বেগম বলেন, ‘গতকাল (রোববার) রোমানার দুই বছরের ছেলে রাফসানের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে (নানা বাড়ি) জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে রোমানার শ্বশুরবাড়ির লোকদের দাওয়াত না দেয়ায় রোমানার স্বামী নাদিম ক্ষিপ্ত হয়ে শিশু রাফসানকে একটি ঘরে আটকে রাখে।

‘পরে রোমানা সে ঘর থেকে রাফসানকে বের করে আনতে গেলে নাদিম তাকে ধারালো ছুরি দিয় আঘাত করে। ওই সময় রোমানা মাটিতে লুটিয়ে পড়ে।’

তিনি জানান, স্বজনরা রোমানাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহতের গলায় কয়েকটি ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, হত্যার পর নাদিম পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার মা আসমা বেগম ও বোন আঁখি বেগমকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে জেলার সিরাজদিখানে স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে স্ত্রী সাদিয়া আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বাসাইল ইউনিয়নে রোববার রাত ১১টার দিকে গলায় গামছা পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে মিজান। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

এ বিভাগের আরো খবর