কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি গ্রাম আমিরাবাদ। ওই গ্রামের বাসিন্দা ছিলেন হোসেন আলী খান।
হোসেন আলীর পাঁচ ছেলে ও দুই মেয়ে। কয়েক বছর আগে তিনি প্রয়াত হন। জীবনের শেষ সময়টুকু নাতি-নাতনিদের নিয়ে ভালোই কেটেছে তার।
সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন হোসেন। দাদার মতোই মানুষের পাশে দাঁড়াতে হোসেনের নাতি-নাতনিরা গড়ে তোলেন হোসেন আলী খান ফাউন্ডেশন।
হোসেন আলীর এক নাতনি খাদিজা আক্তার ও দুই নাতি মো. কাউসার খান ও মো. সোহেল খান চিকিৎসক। তারা শনিবার তাদের আমিরাবাদ গ্রামের বাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছেন।
এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রকাশনা প্রতিষ্ঠান আহমদ পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক মেছবাহ উদ্দীন আহমদ।
ডা.খাদিজা আক্তার ও কাউসার খান জানান, দাদা তাদের অনেক ভালোবাসতেন। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে তারা বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছেন। তার একটি বিনামূল্যে চিকিৎসা সেবা।
তারা জানান, সপ্তাহে নির্দিষ্ট দিনে তারা সেখানে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন।