পরমাণু বিদ্যুৎকেন্দ্র বিপদজনক বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এটা দেশের জন্য বড় বিপদজনক। এটা আপনাদের জানানো প্রয়োজন, তাই আপনাদের জানালাম।’
নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘রাশিয়াতে যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দূর্ঘটনা ঘটেছিল, তার আশেপাশের ৫০ মাইল পর্যন্ত কোনো বসতি করতে দেয়া হয়নি। যেখানে বড় বড় দেশ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার থেকে দূরে সরে আসছে, সেখানে আমরা একটি বিপদ আমাদের মত জনবসতিপূর্ণ দেশে আনছি।
‘পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো দূর্ঘটনা ঘটে তাহলে এর আশেপাশের ৫০ বর্গকিলোমিটার পর্যন্ত কোনো মানুষ পশুপাখি জীবিত বাচবে না। আমরা বলছি এটি দেশের আনবিক শক্তি, এটি আনবিক শক্তি নয় বরং এটি আনবিক বিপদ আমরা ঘাড়ে নিয়েছি।’
মেগা প্রকল্পের নামে সরকার মানুষকে রক্ত শুন্য করছে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার যেভাবে মেগা প্রজেক্ট প্রকল্প ও দূর্নীতি করছে তাতে মনে হচ্ছে সরকার মানুষকে রক্তশুণ্য করে গায়ের উপরে সুন্দর গহনা পরিয়ে দিচ্ছেন।’
দ্বিবার্ষিক সম্মেলনে জেলা জাতীয় পার্টির আহবায়ক এন.কে. আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় সম্মেলনে দলের মহাসচিব মজিবুল হক চুন্নু এম.পি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এম.পি, যুগ্ম-মহাসচিব ইয়াসিন, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান সহ কেন্দ্রীয় ও জেলা ও উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।