বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টিতে মাটির দেয়ালে ধস, প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

  • প্রতিনিধি, গাজীপুর   
  • ৬ অক্টোবর, ২০২৩ ২২:২৪

কালিয়াকৈর উপজেলার ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এ কারণেই মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। তবে আমাদের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য সহযোগিতা করা হচ্ছে।’

গাজীপুরে কালিয়াকৈরে মাটির ঘরের ধসে যাওয়া দেয়ালে চাপা পড়ে ঘুমন্ত দম্পতির মৃত্যু হয়েছে।

উপজেলার রতনপুর নলিপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী।

নিহত দুজন হলেন- কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া এলাকার ৬০ বছর বয়সী ইমারত হোসেন ও তার স্ত্রী ৫৪ বছর বয়সী আছিয়া বেগম ওরফে ফালানি।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, ইমারত হোসেন উপজেলার সফিপুর বাজারে চাউলের ব্যবসা করতেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে থাকলেও তাদের বিয়ে হয়ে গেছে। বাড়িতে দুটি ঘরের মধ্যে টিনের ঘরের থাকেন ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানরা। অপর মাটির ঘরে থাকতেন ওই বৃদ্ধ ইমারত হোসেন ও তার স্ত্রী।

বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতো খাবার খেয়ে ওই মাটির ঘরে ঘুমাতে যান তারা। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এ সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা দুজনে মারা যান। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী।

ওসি শহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করেন। এখন তাদের বাড়িতেই দাফনের ব্যবস্থা করা হচ্ছে।’

বৃদ্ধ দম্পতির মৃত্যুর খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। পরিদর্শন শেষে ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এ মুষলধারে বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। তবে আমাদের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য সহযোগিতা করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর