বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানিকগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রতিনিধি, মানিকগঞ্জ   
  • ৬ অক্টোবর, ২০২৩ ১৯:০৯

মানিকগঞ্জ সদরের ইউএনও জ্যোতিশ্বর পাল বলেন, ‘খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন মেম্বার ও চেয়ারম্যানদেরকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে মেম্বার ও চেয়ারম্যানদেরকে বলা হয়েছে।’

মানিকগঞ্জে আশ্বিন মাসের আকস্মিক ঘূর্ণিঝড়ে স্থানীয়দের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারী বর্ষণ ও বজ্রপাতের সঙ্গে হঠাৎ করে বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা, চান্দরা ও পশ্চিম হাসলীসহ আশপাশের এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায় বলে জানান স্থানীয়রা।

শুক্রবার গিয়ে সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক মানুষের ঘরের টিনের চাল উড়ে গেছে। অনেকের ঘরও ভেঙে গেছে। এ মানুষগুলো বাহিরে খোলা আকাশের নিচে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

ঘূর্ণিঝড়ের তান্ডবের কারণে বড় বড় গাছপালা উপড়ে গেছে। বৈদ্যুতিক তার ছিড়ে ও খুটি উপড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে।

পশ্চিম হাসলী এলাকার বোরহান আলী বলেন, ‘ঘূর্ণিঝড়ের খবর শুনে শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসছি। এসে দেখি ঘরের টিনের বেড়া ও টিনের চাল উড়ে গেছে। বেড়াগুলো খুঁজে পেলেও টিনের চালগুলো খুঁজে পাই নাই।’

ক্ষতিগ্রস্ত মনোয়ারা বেগম বলেন, ‘বৃষ্টির সময় পরিবারেরে লোকজনকে নিয়ে ঘরের মধ্যে ছিলাম। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড়ে ঘরের চাল উড়ে যায়। বাড়ির গাছপালা ভেঙে যায়। পরে জীবন বাঁচাতে দৌড়ে আরেকজনের বাড়িতে গিয়ে উঠি। আশ্বিনের ঘূর্ণিঝড়ে আমাদের সব শেষ করে দিল।’

আরেক ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মিয়া বলেন, ‘সারাজীবন দেখে এসেছি আশ্বিন মাসে বৃষ্টি হয়, কিন্তু ঘূর্ণিঝড় বাপের জন্মেও দেখি নাই। এমনিতেই বৃষ্টিতে আমাদের অবস্থা খারাপ তার মধ্যে আবার ঘূর্ণিঝড়। কি থেকে কি করবো, এখন তো সেটাই বুঝতেছিনা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঠিক করতেও টাকার দরকার। এখন এতো টাকা পাবো কোথায় আর সংসার চালাবো কিভাবে।’

স্থানীয় চেয়ারম্যান মহিদুর রহমান বলেন, ‘তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে চাল ও ডাল বিতরণ করা হয়েছে। কারণ ঘূর্ণিঝড়ে অনেকেরই সব শেষ হয়ে গেছে। তাদের নামের তালিকা করে উপজেলায় দেয়া হবে। যাতে ক্ষতিগ্রস্তরা সাহায্য পায়।’

মানিকগঞ্জ সদরের ইউএনও জ্যোতিশ্বর পাল বলেন, ‘খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন মেম্বার ও চেয়ারম্যানদেরকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে মেম্বার ও চেয়ারম্যানদেরকে বলা হয়েছে।’

এ বিভাগের আরো খবর