বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্গাপূজা: দিনাজপুরে এবার মণ্ডপ বেড়েছে ১৬টি

  •    
  • ৫ অক্টোবর, ২০২৩ ১১:৩৫

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা দিনাজপুর। দেশের দ্বিতীয় সর্বোচ্চ দুর্গাপূজা অনুষ্ঠিত হয় দিনাজপুরে। এই জেলায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের মধ্যে একাধিক বার আলোচনা সভায় হয়েছে। নিরাপত্তাবেষ্টনীতে পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় এই দুর্গোৎসব পালিত হবে।’ 

ঘনিয়ে আসছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সাম্প্রতিক ভারি বর্ষণের কারণে এবার প্রতিমা তৈরির কাজে কিছুটা বিঘ্ন ঘটে। দুর্গাপূজার সময় ঘনিয়ে আসায় এখন মণ্ডপগুলোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। এজন্য দিন-রাত কাজ করছেন তারা। এ দিকে দিনাজপুরে এবার গত বছরের তুলনায় মণ্ডপ বেড়েছে ১৬টি।

দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের দেয়া তথ্য অনুযায়ী, দিনাজপুর জেলায় এবার ১ হাজার ২৮৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। গত বছর মোট ১ হাজার ২৬৮ মণ্ডপে অনুষ্ঠিত হয় এই দুর্গাপূজা। অর্থ্যাৎ গত বছরের তুলনায় এবার দিনাজপুর জেলা মণ্ডপের সংখ্যা বেড়েছে ১৬টি।

এবার ১ হাজার ২৮৪টি মণ্ডপের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৬৫টি, বীরগঞ্জ উপজেলায় ১৫৩টি, কাহারোল উপজেলায় ১০৯টি, খানসামা উপজেলায় ১৩৫টি, চিরিরবন্দর উপজেলায় ১৫৬টি, পার্বতীপুর উপজেলায় ১৪৮টি, ফুলবাড়ী উপজেলায় ৬৫টি, বিরামপুর উপজেলায় ৪২টি, নবাকাঞ্জ উপজেলায় ৭০টি, হাকিমপুর উপজেলায় ২১টি, ঘোড়াঘাট উপজেলায় ৪০টি, বোচাগঞ্জ উপজেলায় ৮৩টি এবং বিরল উপজেলায় মণ্ডপ সংখ্যা ৯৭টি।

হিন্দু ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, এবার মহালয়া অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় আনুষ্ঠানিকতা। দুর্গোৎসবের ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদীয় উৎসব।

এদিকে সাম্প্রতিক ভারি বর্ষণের কারণে এবার প্রতিমা তৈরির কাজে কিছুটা বিঘ্ন ঘটে। প্রতিমা তৈরির কাজ সময়মতো শুরু করলেও মধ্যে বৃষ্টির জন্য কয়েক দিন কাজে বিঘ্ন ঘটে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মৃৎশিল্পীরা শুরু করেন প্রতিমা বানানোর কাজ। সময় ঘনিয়ে আসায় এখন মণ্ডপগুলোতে দিনরাত প্রতিমা বানানোর কাজ করছেন মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীরা একাধিক মণ্ডপের চুক্তি নেয়ায় তারা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরছেন প্রতিমা বানানোর কাজে।

পূজার আয়োজকরা জানান, প্রতি বছর নতুন নতুন আঙ্গিকে তারা মণ্ডপ সাজানোর চেষ্টা করে থাকেন। প্রতিযোগিতামূলকভাবে মণ্ডপ সাজসজ্জার পাশাপাশি প্রতিমাতেও নতুনত্ব আনার চেষ্টা করে যান তারা। আর এজন্য প্রতি বছর তাদের পূজার বাজেটও বাড়াতে হয়।

দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি মণ্ডপ কমিটির বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন জানান, তাদের দুর্গামণ্ডপকে আকর্ষণীয় করতে প্রতি বছর নতুন নতুন ডিজাইনে সাজিয়ে থাকেন তারা। সাম্প্রতিক ভারি বর্ষণের কারণে এবার শারদীয় দুর্গোৎসবের কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়। কিন্তু বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা দিনাজপুর। দেশের দ্বিতীয় সর্বোচ্চ দুর্গাপূজা অনুষ্ঠিত হয় দিনাজপুরে। এই জেলায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের মধ্যে একাধিক বার আলোচনা সভায় হয়েছে। নিরাপত্তাবেষ্টনীতে পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় এই দুর্গোৎসব পালিত হবে।’

এ বিভাগের আরো খবর