মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্ত এলাকার কাঁটাতারের ওপর দিয়ে ভারতে ঢোকার চেষ্টাকালে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন থাকা এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে।
১৪ বছর বয়সী ফেরদৌস সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়।
সে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। গত ২ অক্টোবর রাত ৮টায় উপজেলার লালাচক সীমান্তের নাথবাড়ি এলাকার সীমান্তে সে গুলিবিদ্ধ হয়।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরদৌস সেদিন রাত ৮টার দিকে সীমান্তে কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশ করতে চাইছিল। এসময় বিএসএফের টহলদল তাকে লক্ষ্য করে গুলি করলে সে আহত হয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় পানিতে পড়ে যায়। এরপর বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পানিতে আরও তিন রাউন্ড গুলি ছোড়ে।
আহত ফেরদৌসের স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর ওই রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু দুদিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সন্ধ্যায় মারা যায় সে।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি সালেক আহমদ নিউজবাংলাকে বলেন, ‘ফেরদৌস কাঁটাতার অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশ করতে চাইলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’