পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে রেলপথের সার্বিক কাজের অগ্রগতি বিষয়ে পর্যবেক্ষন করছেন রেলওয়ে পরিদর্শক দল।
বুধবার সকালে পর্যবেক্ষণের জন্য দলটি মাওয়া রেল স্টেশনে আসেন। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের খুটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তারা। পরে রেল ট্র্যাকে করে প্রতিনিধি দলটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে যাত্রা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জি এম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চীফ ইঞ্জিনিয়ার আবদুল জলিল ও পরিদর্শক রুহুল কবির আজাদ।
পদ্মা সেতু ঢাকা-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেন, ‘উদ্বোধনের আগে প্রতিদিনই খুটিনাটি বিষয়গুলোর ওপর পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। উদ্বোধনের আগে আরেকটি ট্রায়াল রান হবে।’
সাঈদ আহমেদ জানান উদ্ধোধনী দিন মাওয়া থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ট্রেনে চড়ে ভাঙায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।