বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চারণকবির ওপরও এ কেমন হামলা!

  • প্রতিনিধি, কুড়িগ্রাম   
  • ৩ অক্টোবর, ২০২৩ ১৮:২৭

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাহেব আলী জানান, ‘রাধাপদ রায়কে ফিজিক্যালি এ্যাসাল্ট করা হয়েছে। তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ব্যাথা আছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুড়িগ্রামের চারণ ও স্বভাব কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। এ ঘটনায় তিব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্বাংস্কৃতিক অঙ্গন ও সচেতন মহল।

চারণকবি রাধাপদ জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে গোড্ডারাপাড় বটতলা গ্রামের বাসিন্দা। তিনি আঞ্চলিক ভাষায় গ্রামীন ও নৈতীক ঘটনা নিয়ে কবিতা লিখেন এবং তা গ্রামে গ্রামে জলশায় শুনিয়ে যে অর্থ পান তাই দিয়ে সংসার চালান। বেশ কিছুদিন আগে তার ছেলের সঙ্গে আরেক শ্রমিকের টাকা পয়সা নিয়ে দ্বন্দ তৈরি হয়। সেই জের ধরে গত শনিবার সকালে কবির ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। বর্তমানে তিনি নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় রোববার কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় দুই জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

অভিযুক্তরা হলেন, ৩৫ বছর বয়সী রফিকুল ইসলাম ও ৪৫ বছর বয়সী কদুর রহমান। মামলার পর দুইদিন অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেপ্তার করনি পুলিশ।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাদাইখাল গোদ্দার পাড় এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সী চারণকবি রাধাপদ রায়। মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর বিক্রি করে তিনি চলে যান ভারতে। যুদ্ধ শেষে ভারতে কেনা বাড়ী বিক্রি করে আবারও ফিরে আসেন বাংলাদেশে। একসময় পরিবারের প্রয়োজনে ছেলেসহ ঢাকায় গিয়ে রাজমিস্ত্রীর কাজ নেন। সেখানে থাকা অবস্থাতেই তার কবিতা লেখা শুরু। বয়সের ভারে তিনি গ্রামে চলে আসলেও তার ছেলে রয়ে যায় ঢাকাতে। সেখানে ছেলেও রাজমিস্ত্রির কাজ শুরু করেন। ছেলে মাধবকুমারের সঙ্গে ৫০০ টাকা নিয়ে কয়েক মাস আগে প্রতিবেশী আরেক শ্রমিকের কথা কাটাকাটি হয়। এরপর মাধবকুমার বাড়িতে আসলে ওই ঘটনাকে কেন্দ্র করে রাধাপদ রায়ের ছেলে মাধবকুমারকে শায়েস্তা করতে প্রতিবেশী রফিকুল ও তার ভাই কদুর রহমান তাদের বাড়িতে যান। সেখানে মাধবকুমারকে না পেয়ে রাধাপদ রায় ও তার স্ত্রীকে অকথ্য ও বর্ণবাদী ভাষায় গালিগালাজ করে তারা। এতে প্রতিবাদ জানায় তারা (রাধাপদ রায় ও তার স্ত্রী)। তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান রফিকুল ও কদুর রহমান।

কিন্তু ওই ঘটনার প্রায় সাত মাস পর গত ৩০ সেপ্টেম্বর সকালে রফিকুল ও কদু রাধাপদ রায়কে বিলে মাছ ধরার সময় হঠাৎ পেছন থেকে আঘাত করে। এ সময় নির্মমভাবে লাঠি দিয়ে তার শরীরে এলোপাতারি আঘাত করে। এ সময় তার আত্নচিৎকারে স্থানীয়রা তাকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোমবার রাত সাড়ে এগারোটা কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারণকবি রাধাপদ রায়কে দেখতে যান ও তাকে ঘটনার সুষ্ঠু বিচারের আওতায় আনার আশ্বাস দেন।

আহত চারণকবি রাধাপদ রায় বলেন, ‘শনিবার সকালে বাড়ির পাশের ডুবুরির ব্রিজের পাড়ে মাছ ধরার সময় রফিকুল হঠাৎ করে আমার ওপর হামলা চালায়। আমার ঘাড়ে ও পিঠে বেধম মারেন। পিঠের অনেক স্থানে ফেটে ক্ষত হয়েছে। কি কারণে হামলা করেছে তা জানি না। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তবে মাস কয়েক আগে রফিকুলের বড় ভাই কদুর সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক হয়। তার বড় ভাইয়ের ইন্ধনে সে এটা করতে পারে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমি।’

কবির ছেলে জুগল চন্দ্র রায় বলেন, ‘তারা বাবাকে অমানুষিকভাবে মারধোর এবং মাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমরা এই বর্ণবাদি আচরণ ও ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী বলেন, ‘একজন চারণকবি ও বয়বৃদ্ধ নিরিহ মানুষকে এভাবে পেটানোর ঘটনা মেনে নেয়া যায় না। তিনি একজন স্বভাব কবি। সাদা মনের মানুষ। আমরা ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাহেব আলী জানান, ‘রাধাপদ রায়কে ফিজিক্যালি এ্যাসাল্ট করা হয়েছে। তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ব্যাথা আছে।’

পুলিশ সুপার আল আসাদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আশ্বাস দেন। এবং ব্যক্তিগত ঘটনাটি যারা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর