হবিগঞ্জের বাহুবলে সিএনজি চালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের দারা মিয়ার স্ত্রী ৪৫ বছর বয়সী ফরিদা বেগম ও ২২ বছর বয়সী ছেলে মতিউর রহমান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৫ জন যাত্রী নিয়ে অটোরিক্সাটি ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিল। দৌলতপুর ব্রিজে পৌছলে পেছন দিক থেকে দ্রতগামী একটি পিকআপ অটোরিক্সাটিকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফরিদা বেগম মারা যান।
উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন ওই হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফরিদা বেগমের মরদেহ উদ্ধার করে।’