রাজধানীর মহাখালীতে বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা এক যুবককে মৃত বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক।
মহাখালীর খ্রিষ্টানপাড়া এলাকার একটি বাসা থেকে রোববার বেলা ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
প্রাণ হারানো ২৬ বছর বয়সী কবির হোসেনের গ্রামের বাড়ি নরসিংদীর কালিকাপুরে। তিনি তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
কবিরকে হাসপাতালে নিয়ে আসা তার স্ত্রী শাহিনুর আক্তার বলেন, ‘আমি ও আমার স্বামী তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকি। দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে আমার ঝগড়া-বিবাদ চলছিল।
‘আজ (রোববার) সকালে সে ঝগড়া করে মহাখালীর খ্রিষ্টানপাড়ায় তার বড় ভাই মানিকের বাসায় যায়। সেখানে গলায় নাইলনের রশি পেঁচিয়ে ঝুলে থাকে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, যুবকের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।