ফেনীর ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পৌরসভার থানাপাড়া থেকে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাণ হারানো দুজন হলেন খাগড়াছড়ির রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার মাইন উদ্দিন ও বাগেরহাটের কচুয়া থানার সাংদিয়া গ্রামের বিকাশ চন্দ্র দাস। উভয়ই নির্মাণশ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করতে গেলে দেখতে পাওয়া যায় তাদের মরদেহ সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে আছে। এরপর পুলিশকে খবর দিলে মরদেহ ছাগলনাইয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে জানান।
ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি একজন শ্রমিক সেন্টারিং খোলার জন্য নিচে নামলে সেখানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তখন আরেকজন শ্রমিক তাকে উদ্ধার করার জন্য নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হলে সেখানে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
‘তারপরও আমরা পুরো বিষয়টিকে তদন্ত করছি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেপটিক ট্যাংক ভেঙে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’