নাটোরের সিংড়ায় রাতের খাবার খেয়ে অসুস্থ দুই বোনের হাসপাতালে মৃত্যু হয়েছে।
উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামে বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলো ১৫ বছর বয়সী ফীমা খাতুন ও ১০ বছর বয়সী ফারিয়া খাতুন।
এ ঘটনায় ৫ বছর বয়সী সিনহা খাতুন নামে আরেক বোন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মালয়েশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের তিন মেয়ে ফীমা, ফারিয়া ও সিনহাকে তাদের বুধবার মা রাত ৯টার দিকে সাদা ভাতের সঙ্গে টাকি মাছের ভর্তা দিয়ে খাবার খেতে দেন। খাবার খেয়ে রাত ১১দিকে তিন বোনের পেট ব্যথা ও বমি শুরু হয়।
তিনি আরও জানান, ওই সময় ফীমা ও ফারিয়া বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে ফীমা খাতুন মারা যায় এবং চিকিৎসাধীন ফারিয়ার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেও মারা যায়। তাদের ছোট বোন সিনহা বগুড়ার নন্দিগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
স্থানীয়দের ধারণা, রান্না করা খাবারে টিকটিকি বা বিষাক্ত কোনো প্রাণীর মলমূত্র পড়ার কারণে বিষক্রিয়া হতে পারে, তবে এলাকাবাসি দুই বোনের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে দুই বোনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।