পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী আনন্দ উৎসব জশনে জুলুস।
নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জশনে জুলুসের আনন্দযাত্রা শুরু হয়।
জামেয়া মাদ্রাসার মাঠ পেরিয়ে সড়কের দিকে আসতেই জনসমুদ্রে পরিণত হয় জশনে জুলুস।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহর নেতৃত্বে অনুষ্ঠিত এই জুলুস নগরীর মুরাদপুর, চকবাজার, জামালখান, কাজীর দেউড়ি, ওয়াসা, জিইসি প্রদক্ষিণ করে ফের মুরাদপুর হয়ে বিবিরহাট মাদ্রাসা ময়দানে এসে শেষ হয়।
এরপর মাহফিল ও জোহরের নামাজের পর দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।
জুলুসে আসা চট্টগ্রাম হাটহাজারী এলাকার শামিম উদ্দিন বলেন, ‘প্রতি বছর ১২ রবিউল আউয়াল নবী করিম (সা.)-এর পৃথিবীতে আগমন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। দূরদুরান্ত থেকে নবী প্রেমিকরা জুলুসে অংশগ্রহণ করতে আসেন। আমি গত ১৫ বছর ধরে নিয়মিত জুলুসে অংশগ্রহণ করি।’
জুলুস আয়োজকদের মধ্যে গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, ‘আমাদের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক জুলুসে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন। জুলুসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে বিশেষ মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।’
বুধবার রাত থেকেই চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে জামেয়া ময়দানে এসে জড়ো হতে থাকেন ভক্তরা। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষ বিবিরহাট, মুরাদপুর থেকে জুলুসে যোগ দেন।
জুলুস উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকা সেজেছে রঙিন সাজে। নানা ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে সড়কের দুই পাশ।
৫১তম জুলুসে নেতৃত্বদানকারী তাহের শাহর জন্য সাজানো হয় বিশেষ গাড়ি। সেই গাড়িতে অন্যদের মধ্যে ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শামসুদ্দিন, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।
এদিকে জুলুসে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ। নির্দেশনায় সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নগরের বিভিন্ন রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে কোথাও যান চলাচল সীমিত, আর কোথাও বন্ধ রাখা হয়েছে।
১৯৭৪ সালে চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘি খানকাহ থেকে এই জুলুসের সূচনা করেন আল্লামা তৈয়্যব শাহ (রহ.)। এরপর থেকে নিয়মিতভাবে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ১২ রবিউল আউয়াল জুলুসের আয়োজন করে আসছে। এতে প্রতি বছর চট্টগ্রাম ও আশপাশের এলাকা থেকে কয়েক লাখ মানুষ এতে অংশ নেন।